০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


গণিত সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

-

সুপ্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমরা নিশ্চয়ই জানো যে, গণিত বিষয়ে ১ নম্বর প্রশ্নে থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। পরীক্ষায় ২০টি প্রশ্ন থাকবে সবগুলো প্রশ্নের অর্থাৎ ২০টিরই উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নে ১ নম্বর করে মোট নম্বর থাকবে ২০। আজ তোমাদের গণিত বিষয়ের ‘অধ্যায় দুই : ভাগ’ থেকে ১৮টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
অধ্যায় দুই : ভাগ
প্রশ্ন : ভাগ কিসের সংক্ষিপ্ত রূপ?
উত্তর : বিয়োগের।
প্রশ্ন : যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কী বলে?
উত্তর : ভাজ্য।
প্রশ্ন : যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কী বলে?
উত্তর : যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে।
প্রশ্ন : ভাজ্য গু ভাগফল = কী?
উত্তর : ভাজক।
প্রশ্ন : (ভাজ্য-ভাগশেষ) গু ভাজক = কী?
উত্তর : ভাগফল।
প্রশ্ন : নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সূত্রটি লিখ।
উত্তর : নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে, ভাজক=ভাজ্য গু ভাগফল।
প্রশ্ন : নিঃশেষে বিভাজ্য না হলে, ভাজ্য নির্ণয়ের সূত্রটি লিখ।
উত্তর : নিঃশেষে বিভাজ্য না হলে,
ভাজ্য= (ভাজক ´ ভাগফল) + ভাগশেষ।
প্রশ্ন : নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে কোনটি থাকে না?
উত্তর : ভাগশেষ।
প্রশ্ন : নিঃশেষে বিভাজ্য না হলে, ভাগফল নির্ণয়ের সূত্র কী?
উত্তর : ভাগফল =(ভাজ্য-ভাগশেষ) গু ভাজক।
প্রশ্ন : ভাজক ও ভাগশেষের সম্পর্ক প্রতীকের মাধ্যমে লিখ।
উত্তর : ভাজক > ভাগশেষ।
প্রশ্ন : কোনটি সব সময় ভাজকের চেয়ে ছোট হয়?
উত্তর : ভাগশেষ।
প্রশ্ন : ভাগফল শূন্য হলে ভাজ্য কত?
উত্তর : ভাজ্য = ০।
প্রশ্ন : কোনো ভাগ অঙ্কে ভাজ্য এবং ভাজক সমান হলে, ভাগফল কত হবে?
উত্তর : ১
প্রশ্ন : ভাজ্য শূন্য হলে ভাগফল কত হয়?
উত্তর : ০
প্রশ্ন : ৮৪৪২৩ গু ৩২১ = ২৬৩, গাণিতিক বাক্যটিকে ভাগফল কত?
উত্তর : ২৬৩
প্রশ্ন : ১ থেকে ১০০ পর্যন্ত ৫ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
উত্তর : ২০
প্রশ্ন : (১১-৭) ী ২-৪ এর মান কত?
উত্তর : ৪।
প্রশ্ন : ১২০ গু ৮ + ২ = কত?
উত্তর : ১৭।


আরো সংবাদ



premium cement